Posted on : Tuesday, 5th February 19 , 01:02 PM
NIOS কাণ্ডে নতুন মোড়, বঞ্চিতদের ফের পরীক্ষার সুযোগ ১৭ ফেব্রুয়ারি

গত ৩ ফেব্রুয়ারি D.El.Ed ৫০৬ , ৫০৭ কোডের পরীক্ষা পুণরায় অনুষ্ঠিত হয় । কিন্তু কিছু কেন্দ্রে ব্যবস্থাপনা খারাপ হওয়ায় ও প্রশ্নপত্র আসতে দেরি হওয়ায় অনেক পরীক্ষার্থীই পরীক্ষা দিতে পারেননি । এই অবস্থায় বঞ্চিত পরীক্ষার্থীদের পুণরায় সুযোগের দাবীতে সরব হয় শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ । এর পরেই যাঁরা পরীক্ষা দিতে পারেননি তাঁদের আগামী ১৭ ই ফেব্রুয়ারি পুণরায় পরীক্ষা নেওয়ার বিজ্ঞপ্তি ঘোষণা করে NIOS কর্তৃপক্ষ ।
প্রসঙ্গত উল্লেখ্য গত ২০ , ২১ ডিসেম্বর সারা দেশে NIOS কর্তৃক D.El.Ed course কোড ৫০৬ ও ৫০৭ এর যে পরীক্ষা নেওয়া হয় তা আচমকা বাতিলের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ । সর্বভারতীয় পরীক্ষা হওয়া সত্ত্বেও শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তা বাতিল করা হয় । যার পিছনে ষড়যন্ত্রের গন্ধ পেতে শুরু করেন শিক্ষকরা ।
বাংলার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের অঙ্গুলিহেলনে শিক্ষকদের বিপদে ফেলার চক্রান্ত করছে NIOS , এই অভিযোগে সরব হন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্য সম্পাদক মইদুল ইসলাম । অবশেষে শিক্ষক অমলেন্দু বেরা প্রশিক্ষণরত শিক্ষকদের পক্ষ থেকে মহামান্য হাইকোর্টের কাছে একটি মামলা দায়ের করেন। এর পরেই শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ চরমতম আন্দোলনের পথ বেছে নেয় ।

তথাপি আদালতের রায়ে ও NIOS এর নির্ঘন্ট অনুযায়ী ৩ ফেব্রুয়ারি পরীক্ষার দিন স্থির হয়েছিল । কিন্তু পরীক্ষা দিতে গিয়ে বহু কেন্দ্রে পরীক্ষার্থীরা প্রতিকূলতার সম্মুখীন হয় ।
শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্য সম্পাদক মইদুল ইসলাম জানান , "আমরা শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পক্ষ থেকে রবিবার থেকে NIOS কর্তৃপক্ষ ও রাজ্য সরকারের শিক্ষাদপ্তরের সাথে শিক্ষক স্বার্থে যোগাযোগ করছিলাম
আমরা দাবী রেখেছিলাম বঞ্ছিত পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নিতে হবে।
আগামি ৭ ই ফেব্রুয়ারী NIOS র কলকাতার অফিসে ও শিক্ষাসচিবের সাথে দেখা করে ডেপুটেশন দেওয়ার কর্মসূচী নিয়েছিল শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ।
আমাদের দাবী মেনে নিয়েছে NIOS কর্তৃপক্ষ তারা আজ জনবিজ্ঞপ্তি দিয়েছে যারা গত রবিবার পরীক্ষা দিতে পারেননি তারা আগামি ১৭ তারিখ পুনরায় পরীক্ষা দেবে এবং ১২ তারিখ থেকে হলটিকিট সংগ্রহ করবে।
শিক্ষক স্বার্থে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ লড়াই করবে আমরা আপনাদের পাশে আছি থাকব ।"
© ALL RIGHTS RESERVED