☕ Being a Tech Savvy, Hit Subscribe! ☝





Upper Primary তে বিদ্রোহের পূর্বাভাস,৭ ফেব্রুয়ারি নিয়োগের দাবিতে বিকাশ ভবন অভিযান

by Xynes Bengali News


Posted on : Wednesday, 6th February 19 , 10:36 PM







Upper Primary তে অবিলম্বে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে আন্দোলনে নামছেন চাকরি প্রার্থীরা ।

Upper Primary নিয়োগের ফর্ম ফিল আপ হয় ২০১৪ সালে । এরপর আইনি জটে পরীক্ষা আটকে থেকে ২০১৫ সালের এপ্রিল মাসে ২০১২ টেটের সার্টিফিকেট প্রদান করা হয়,মেয়াদ তিন বছর ছিল। মার্চ,২০১৮ সেই সার্টিফিকেটের মেয়াদ শেষে SSC জানায় ২০১৫ টেটের নিয়োগ পর্যন্ত তার বৈধতা থাকবে।

২০১৫ সালের ১৬ আগস্ট আপার প্রাইমারি টেট পরীক্ষা হয়।

২০১৬ সালের সেপ্টেম্বর মাসে আপার প্রাইমারি টেটের ফল বেরোয় ও ভাইভার জন্য ফর্ম ফিলাপ হয়।

তারপর দীর্ঘ বিরতির পর ২০১৮ সালের ৬ ই জুন 1st phase verification এর রেজাল্ট বেরোয়। এরপর প্রায় ৮ মাস অতিক্রান্ত আপার প্রাইমারি টেটের আর কোনো অগ্রগতি হয়নি।

স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান প্রেস কনফারেন্স করে ও নোটিশ করে জানিয়েছিলেন মার্চ,২০১৯ এর মধ্যে আপার প্রাইমারি টেটের নিয়োগ সম্পূর্ণ করবেন,২৯ জানুয়ারি ভেরিফিকেশন শুরু হবে বলেও জানান। কিন্তু ২৯ তারিখ পেরিয়ে গেলেও বাস্তবে কোনো অগ্রগতি হয়নি ।

এই পরিস্থিতিতে আগামী দিনে নিয়োগের অপেক্ষায় থাকা হাজার হাজার পরীক্ষার্থীরা ক্ষোভে ফুসছেন বহুদিন ধরেই । পশ্চিমবঙ্গ এস এস সি চাকরি প্রার্থী মঞ্চের পক্ষ থেকে এর আগে জেলায় জেলায় সমাবেশ করা হয় । এর আগে ৩০ শে জানুয়ারি চাকরি প্রার্থীদের একাংশ আচার্য‍্য সদনে অবস্থান বিক্ষোভ করেন । এইবার সমস্ত চাকরি প্রার্থীদের একত্রিত করে আগামীকাল ৭ ই ফেব্রুয়ারি বিকাশ ভবন অভিযানের ডাক দিল পশ্চিমবঙ্গ এস এস সি চাকরি প্রার্থী মঞ্চ । দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের কী বহিঃপ্রকাশ ঘটে তা আগামীকাল পরিলক্ষিত হবে তিলোত্তমার বুকে । সারা রাজ‍্য থেকে আগামীকাল প্রায় ১৫ হাজার শিক্ষকের জমায়েতের সম্ভাবনা রয়েছে ।

সংগঠনের তরফ থেকে ডেপুটেশন কপিতে যে দাবীগুলি রাখা হয়েছে তা হল -

১. অনস্পট উচ্চপ্রাথমিকের 1ST PHASE ভেরিফিকেশন এর নোটিফিকেশন দিয়ে প্রসেস শুরু করতে হবে । ২০১৯ মার্চের মধ্যে আপডেট শূন্যপদে(গেজেট অনুযায়ী ) নিয়োগ সম্পন্ন করতে হবে ।

২. ২০১৯ জানুয়ারী মাস পর্যন্ত উচ্চপ্রাথমিকের কতো আপডেট শূন্যপদ বিকাশ ভবনে আছে তা অনস্পট জানাতে হবে । সেই শূন্যপদ স্কুল সার্ভিস কমিশনে হস্তান্তরিত করে ১৫ দিনের মধ্যে ২য় ফেজ বের করতে হবে ।

আগামীকাল জমায়েতের কলেবরের ওপর আগামী দিনে বিদ্রোহের সম্ভাবনা নির্ভর করছে । তবে ২০১২ থেকে একটানা দীর্ঘদিন কোনো নিয়োগ না হওয়ায় চাকরিপ্রার্থীদের ক্ষোভ নিঃসন্দেহে চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে । এখন দেখার ৭ তারিখ এর কী বহিঃপ্রকাশ ঘটে ।

আজকের সমাবেশে যোগদান করেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য্য এবং প্রাথমিক শিক্ষকদের বেতন বঞ্চনার প্রতিবাদে তীব্র সোচ্চার হন । অর্থাৎ পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে নিঃসন্দেহে বলা যায় যে আগামী দিনে প্রাথমিক শিক্ষকদের PRT Scale ইস‍্যুতে রাজ‍্য রাজনীতি ব‍্যাপক উত্তপ্ত‍্য হতে চলেছে ।