Posted on : Thursday, 7th February 19 , 10:08 PM
রাত ৯ টা । ধর্ণা চলছে । আন্দোলন কারীদের পক্ষ থেকে আবেদন করা হচ্ছে যে আজ যাঁরা আসতে পারেননি তাঁরা কাল যেন অবশ্যই এই আন্দোলনে সামিল হবেন । সরকার নিয়োগপত্র বাড়িতে পাঠাবে না । ছিনিয়ে নিতে হবে নিয়োগপত্র । পাঁচ বছরের বেকারত্বের লড়াই বারবার করে সরকারের মিথ্যা আশ্বাসে থেমে যেতে পারে না । আজ যে চাকরিপ্রার্থীরা আন্দোলনে নেমেছেন তাঁদের দাবি এই মুহূর্তে তাঁদের আর ঘরে ফেরা সম্ভব নয় ।
সকলেই আঙ্গুল তুলছেন এই সরকারের বিরুদ্ধে । আজকের যুগেও নিয়োগের দাবিতে বেকার ছেলে মেয়েদের পথে বসতে হচ্ছে তাও আবার শিক্ষকতার মতো একটা পেশায় । আজকের এই ধর্ণা অবস্থানে আন্দোলন কারীরা যেভাবে নিজেদের উৎসর্গ করছে তা থেকে নিঃসন্দেহে বোঝা যায় আগামীকাল যদি সরকার পাশে এসে না দাঁড়ায় তবে যে কোনো ধরনের উত্তপ্ত্য পরিস্থিতি সৃষ্টি হওয়া শুধু সময়ের অপেক্ষা ঘটনা ঘটা শুধুমাত্র সময়ের অপেক্ষা ।
Upper Primary নিয়োগের ফর্ম ফিল আপ হয় ২০১৪ সালে । এরপর আইনি জটে পরীক্ষা আটকে থেকে ২০১৫ সালের এপ্রিল মাসে ২০১২ টেটের সার্টিফিকেট প্রদান করা হয়,মেয়াদ তিন বছর ছিল। মার্চ,২০১৮ সেই সার্টিফিকেটের মেয়াদ শেষে SSC জানায় ২০১৫ টেটের নিয়োগ পর্যন্ত তার বৈধতা থাকবে।
২০১৫ সালের ১৬ আগস্ট আপার প্রাইমারি টেট পরীক্ষা হয়।
২০১৬ সালের সেপ্টেম্বর মাসে আপার প্রাইমারি টেটের ফল বেরোয় ও ভাইভার জন্য ফর্ম ফিলাপ হয়।
তারপর দীর্ঘ বিরতির পর ২০১৮ সালের ৬ ই জুন 1st phase verification এর রেজাল্ট বেরোয়। এরপর প্রায় ৮ মাস অতিক্রান্ত আপার প্রাইমারি টেটের আর কোনো অগ্রগতি হয়নি।
স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান প্রেস কনফারেন্স করে ও নোটিশ করে জানিয়েছিলেন মার্চ,২০১৯ এর মধ্যে আপার প্রাইমারি টেটের নিয়োগ সম্পূর্ণ করবেন,২৯ জানুয়ারি ভেরিফিকেশন শুরু হবে বলেও জানান। কিন্তু ২৯ তারিখ পেরিয়ে গেলেও বাস্তবে কোনো অগ্রগতি হয়নি ।
এই পরিস্থিতিতে আগামী দিনে নিয়োগের অপেক্ষায় থাকা হাজার হাজার পরীক্ষার্থীরা ক্ষোভে ফুসছেন বহুদিন ধরেই । পশ্চিমবঙ্গ এস এস সি চাকরি প্রার্থী মঞ্চের পক্ষ থেকে এর আগে জেলায় জেলায় সমাবেশ করা হয় । এর আগে ৩০ শে জানুয়ারি চাকরি প্রার্থীদের একাংশ আচার্য্য সদনে অবস্থান বিক্ষোভ করেন । এইবার সমস্ত চাকরি প্রার্থীদের একত্রিত করে আজ৭ ই ফেব্রুয়ারি বিকাশ ভবন অভিযানের ডাক দেয় পশ্চিমবঙ্গ এস এস সি চাকরি প্রার্থী মঞ্চ ।
মূলত যে দাবিগুলি নিয়ে আজ এই অভিযানের ডাক দেওয়া হয়েছিল তা হল -
১- অনস্পট উচ্চপ্রাথমিকের 1ST PHASE ভেরিফিকেশন এর নোটিফিকেশন দিয়ে প্রসেস শুরু করতে হবে । ২০১৯ মার্চের মধ্যে আপডেট শূন্যপদে(গেজেট অনুযায়ী ) নিয়োগ সম্পন্ন করতে হবে ।
এদিন দুপুর দেড়টা নাগাদ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকারের কাছে ডেপুটেশন দিতে যান আন্দোলনকারীদের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। আপার প্রাইমারি ভেরিফিকেশন কবে শুরু হবে তাঁদের এই প্রশ্নে কমিশনের চেয়ারম্যান বলেন, "ফেব্রুয়ারির মধ্যে আপার বিজ্ঞপ্তি জারি করব। আমি ভেরিফিকেশন ২০ তারিখের আগে শুরু করব। ১৬ ফেব্রুয়ারির মধ্যে বিজ্ঞপ্তি দেব।"
কিন্তু বারবার অবস্থান বদলে বিক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা চেয়ারম্যানের এই বক্তব্যের ওপর কিছুতেই আর ভরসা রাখতে পারছেন না । ফলত এই অবস্থান আগামীকালেও চলবে ।
বিক্ষোভকারীদের পাশে দাঁড়িয়ে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্য সম্পাদক মইদুল ইসলাম জানান ,
"গত ৪ বছর আগে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা হয় এবং লিখিত পরীক্ষার ফলপ্রকাশ হয় ২০১৬ সালে কিন্তু আজ ২০১৯ সাল অব্দি ইন্টারভিউ হয়নি৷ তাদের নিয়োগ হয়নি৷ ফলে আজ দুপুর থেকে দ্রুত নিয়োগের দাবীতে পশ্চিমবঙ্গ এস.এস.সি চাকরী প্রার্থী মঞ্চের ডাকে আজ সল্টলেকে এস.এস.সি অফিসে বিক্ষোভ চলছে৷ #শিক্ষকঐক্যমুক্ত_মঞ্চ# এই আন্দোলনকে সমর্থন জানাই এবং আগামিদিনে বৃহত্তর আন্দোলনে অগ্রণী ভূমিকা নেবে৷ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চকে আমন্ত্রন জানানো হয় এবং মঞ্চের পক্ষ থেকে আমি মইদুল ইসলাম, রাজ্য সহ সম্পাদক অনিরুদ্ধ সাহা ও রাজ্য কমিটির সদস্যা পারমিতা বড়ুয়া উপস্থিত থাকেন৷ যতক্ষন না দাবী মেটে আমাদের এই অবস্থান চলবে৷ "
© ALL RIGHTS RESERVED