☕ Being a Tech Savvy, Hit Subscribe! ☝





সুপ্রিম নির্দেশে ভারতব্যাপী CTET । চাকরি বাঁচাতে ১৫০ নাম্বারের পরীক্ষায় বসবেন দেশের ১২ লক্ষ শিক্ষক

by Xynes Bengali News


Posted on : Wednesday, 17th September 25 , 05:04 PM



চাকরি যাচ্ছে! CBSE নেবে বিশেষ CTET — ১২ লক্ষ শিক্ষক ঝুঁকিতে

চাকরি যাচ্ছে! CBSE নেবে বিশেষ CTET১২ লক্ষ শিক্ষক ঝুঁকিতে

নয়াদিল্লি,
সুপ্রিম কোর্টের নতুন নির্দেশের পর টেট বাধ্যতামূলক হওয়ায় কেন্দ্রীয় বোর্ড CBSE বিশেষ এক অল‑ইন্ডিয়া CTET নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। টার্গেটে রয়েছেন প্রায় ১২ লক্ষ সেবায় থাকা শিক্ষক, যারা এখনও CTET পাশ করেননি।

পরীক্ষার বিবরণ:
• মোট নম্বর: ১৫০
• সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট
• ফলাফল: দুই বছরের মধ্যে পাশ না করলে চাকরি যাবে শিক্ষকদের।

কাদের জন্য কড়া?
• অবসরে ৫ বছরের বেশি সময় বাকি: দুই বছরের মধ্যে CTET পাশ করা বাধ্যতামূলক।
• অবসরের ৫ বছর বা কম বাকি: চাকরি থাকবে, তবে পদোন্নতি নেই

শিক্ষক সমাজে আতঙ্ক:
"এত দ্রুত প্রস্তুতি সম্ভব? চাকরি টিকবে তো?"—এমন প্রশ্ন তুলছেন অনেক শিক্ষক। সরকারের দাবি, "শিক্ষার মান উন্নত করতেই এই সিদ্ধান্ত।"

CBSE ও শিক্ষা মন্ত্রকের চূড়ান্ত ঘোষণার অপেক্ষায় এখন গোটা শিক্ষা মহল।

  © ২০২৫ শিক্ষা সংবাদ |