☕ Being a Tech Savvy, Hit Subscribe! ☝





আন্দোলনকারীদের জয় । Upper নিয়োগ আগামী সপ্তাহেই

by Xynes Bengali News


Posted on : Friday, 8th February 19 , 08:45 PM







অবশেষে জয় এল Upper Primary আন্দোলন কারীদের ।

গতকাল ৭ই ফেব্রুয়ারি , সকাল ১১ টা থেকে রাত ১২ টা অব্দি ৪ বছর ধরে নিয়োগ না হওয়া ১.২০ লক্ষ টেট পাশ করা চাকরীপ্রার্থীদের একাংশ SSC অফিস আচার্য্য সদন ঘেরাও করে রেখেছিল ৷ মাঝরাতে পুলিশ লাঠিচার্জ করে পুরুষ—মহিলা নির্বিশেষে ৷ আজ সকালে আবার এসএসসি র অফিসের সামনে থেকে ৭ জন আন্দোলনকারীকে (২ জন মহিলিসহ) মারতে মারতে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যায়৷

আজ কিছুক্ষণ আগে আন্দোলনকারীরা ছাড়া পায় এবং অবশেষে এস এস সি চেয়ারম্যান ঘোষণা করতছ বাধ্য হয় যে আগামী সপ্তাহের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে ।

আজ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ‍্য সম্পাদক মইদুল ইসলাম জানিয়েছেন, "পশ্চিমবঙ্গ এসএসসি চাকরীপ্রার্থী মঞ্চের সাথে গতকাল থেকে আজ অব্দি #শিক্ষকঐক্যমুক্ত_মঞ্চ# কাঁধে কাঁধ বেঁধে লড়াই করেছে৷ গতকাল রাতে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্তবর্তী মহাশয়ে আন্দোলনকারীদের পাশে দাঁড়ান৷ আজ সুজনবাবু দ্রুত নিয়োগের দাবীতে শিক্ষামন্ত্রীর সাথে কথা বলেন ও চিঠি দেন৷ অবশেষে আন্দোলনের জয় হয় সরকার (এসএসসির চেয়ারম্যান) ঘোষনা করেন আগামি সপ্তাহ থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে৷ আজ আন্দোলনকারীদের পাশে দাঁড়ান DYFI তাদের সহযোগিতায় ৭ জন গ্রেপ্তার হওয়া আন্দোলনকারী থানা থেকে সন্ধ্যা ৭.৩০ এ মুক্তি পায়৷ উপস্থিত ছিলেন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্য সম্পাদক ও আক্রান্ত আমরার কার্য সমিতির সদস্য মইদুল ইসলাম, DYFI র রাজ্য সভানেত্রী মিনাক্ষী দেবী ও যুবনেতা ইন্দ্রজিত ঘোষ ও শতরুপ ঘোষ৷

আজ আবার প্রমান হলো দাবী আদায়ে আন্দোলনই একমাত্র পথ ।"