by YouTech
Posted on : Wednesday, 20th February 19 , 09:29 PM
শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিগত কয়েক মাস ধরে বারবার ঘেরাও হচ্ছে বিকাশ ভবন । এই অবস্থায় প্রাথমিকে TET এর দিন ঘোষনার দাবিতে আবারও বিকাশ ভবন ঘেরাওয়ের ডাক দিল শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ ।
২০১৭ সালের ফেব্রুয়ারিতে নিয়োগের কয়েক মাস পরেই শূন্যপদ পূরনের জন্য প্রাইমারি টেটের ফর্ম ফিল আপ হয় । কিন্তু দেড় বছর অতিক্রান্ত হয়ে গেলেও কোনো TET এর কোনো দিন ঘোষণা হয়নি । উল্টে স্বয়ং মুখ্যমন্ত্রীর ইন্টার্ন নিয়োগের ঘোষণায় চিন্তায় পড়েন D.El.Ed প্রশিক্ষিত ও প্রশিক্ষণরত ছাত্রছাত্রীরা । বেশ কয়েকদিন ধরেই ক্ষোভ দানা বাঁধছিল চাকরি প্রার্থীদের মনে । এই অবস্থায় আন্দোলনকে সংগঠিত করার জন্য ময়দানে নামল শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ । সংগঠনের প্রাথমিক দাবি অবিলম্বে TET পরীক্ষার দিন ঘোষণা করতে হবে ।
আজ সকল D.El.Ed প্রশিক্ষিত ও প্রশিক্ষণরত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটি বিবৃতি দিয়ে ঐ সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে , " আপনারা জানেন বর্তমান সময়কালে শিক্ষাক্ষেত্রে কিভাবে নৈরাজ্য চলছে৷ স্থায়ী শিক্ষক নিয়োগ না করে সরকার ইন্টার্ন শিক্ষক নিয়োগ বা সিভিক শিক্ষক নিযোগের মাধ্যমে শিক্ষিত বেকার যুবক—যুবতীদের অপমান ও অবজ্ঞা করছে৷ গত ২০১৭ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়ে ফর্ম ফিলাপ হয়েছে কিন্তু আজ ২ বছর পরে ও নিয়োগ দুরের কথা টেট পরীক্ষার দিন ঘোষণা করেনি সরকার৷ ফলে শিক্ষিত বেকার যুবক/যুবতীদের জীবন আজ বিপন্ন৷ আগে নিদির্ষ্ট সময়ে পরীক্ষা হয়ে স্থায়ী শিক্ষক নিয়োগ হত ফলে পরীক্ষার্থীরা পড়াশোনা করে চাকরী পেত ৷ এখন একটা পরীক্ষা হতে ৫ বছর লাগে তাও প্রশ্নফাঁস ও দূর্ণীতিতে ভরা ৷ফলে শিক্ষিত যুবকদের চাকরী পাওয়ার আশা নষ্ট হচ্ছে ৷তাদের বয়স বেড়ে যাচ্ছে মানসিকতা ক্ষতিগ্রস্ত হচ্ছে এককথায় তারা মৃত্যুর দিকে চালিত হচ্ছে আর রাজ্যে বেকারত্ব বেড়ে যাচ্ছে৷
তাই আগামি সোমবার ২৫ শে ফেব্রুয়ারী শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের আহ্বানে শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশনের উদ্দেশ্যে টেট পরীক্ষার দিন ঘোষণা ও দ্রুত নিয়োগের দাবীতে বিকাশভবন অভিযান৷"
এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে আশায় বুক বাঁধছেন সকল D.El.Ed প্রশিক্ষিত ও প্রশিক্ষণরত চাকরিপ্রার্থীরা ।
© ALL RIGHTS RESERVED